বাংলাদেশে প্রথমবারের মতো মঞ্চস্থ হতে যাওয়া কলকাতার শিল্পী অঞ্জন দত্তের নাটকের ভেন্যু পরিবর্তন হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ‘সেলসম্যানের সংসার’ নাটকটি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে।
অঞ্জন দত্তের অভিনয় ও নির্দেশনায় নাটকটি মঞ্চায়নের ভেন্যু ছিল ইতিপূর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। প্রকাশনা সংস্থা ‘ছাপখানার ভূত’ আয়োজিত নাটকটি মঞ্চায়নে সমন্বয় করেন সাজ্জাদ হোসাইন। ভেন্যু পরিবর্তন হওয়া প্রসঙ্গে তিনি জানান, নানান প্রতিবন্ধকতার কারণে ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। তবে নির্দিষ্ট তারিখেই নাটকটির দুটি মঞ্চায়ন হবে। প্রথমটি বিকেল ৫টায় এবং দ্বিতীয়টি রাত ৮টায়। যে ধারাবাহিকতায় দর্শক রেজিষ্ট্রেশন হয়েছে সে ধারাবাহিকতায় আসন বন্টন হবে।
অঞ্জন দত্তের ‘সেলসম্যানের সংসার’ নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ১৫০০, ২০০০ ও ৩০০০ টাকা। এত উচ্চ মূল্যে টিকিট বিক্রির বিষয়ে বাধ সাধে শিল্পকলা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান,শিল্পকলায় এত মূল্যের টিকিট বিক্রি করলে এবং বাণিজ্যিক কোনো নাটক মঞ্চস্থ করলে নাট্যাঙ্গনে নেতিবাচক প্রভাব পরবে। তাই শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগ হল বরাদ্দ পাওয়া নাটকের দল নাটুকেকে অঞ্জন দত্তের নাটকটি মঞ্চায়নে বাধা দেয়।
‘সেলসম্যানের সংসার’ অঞ্জন দত্ত প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত আর্থার মিলারের গল্প থেকে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন অঞ্জন দত্ত। নাটক ছাড়াও মঞ্চে অনুষ্ঠিত হবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। অঞ্জন দত্তের অভিনয় জীবন নিয়ে সাজ্জাদ হোসেনের লেখা ‘নাট্যঞ্জন’ নামে একটি বই প্রকাশ পাবে আয়োজনে। সেই সাথে থাকবে গানের পরিবেশনাও।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply