জাহেদ হাছান তালুকদার, রাংগুনিয়া প্রতিনিধি : গত দশ বছরে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে দেশ এগিয়ে গেছে। বর্তমান দেশে গ্রামীন অর্থনীতির যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা বিশ্বের মাঝে একটি উদাহরণ। গ্রামীন জনপদকে সোস্যাল ওয়েলফেয়ার স্ট্রেইটে পরিণত করতে কাজ করছে আওয়ামীলীগ। শনিবার (১১ মে) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে ঘর, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সহ শিক্ষা উপকরণ ও দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। আলোচনা সভাশেষে আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট ২১০টি ঘর, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১১০জন শিক্ষার্থীদের ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি সহ শিক্ষা সামগ্রী ও ৪০টি দরিদ্র পরিবারকে ২টি করে ৮০টি ছাগল বিতরণ করা হয়। এই লক্ষে বর্তমান বাজেটে ২৫ শতাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বিএনপির আমলে যে দুইএকটা ঘর দেওয়া হতো, তাও দেখা যেত চেয়ারম্যানদের আত্মীয়স্বজনদের দিয়ে দেওয়া হতো। আর এখন যার জমি আছে ঘর নেই এই প্রকল্পে শুধুমাত্র রাঙ্গুনিয়াতেই এই বছর ২১০টি ঘর দেওয়া হয়েছে। ঘর দেওয়ার ক্ষেত্রে কে আওয়ামীলীগ কে বিএনপি সেটা দেখা হয়নি, দারিদ্রতা বিবেচনায় সাধারণ মানুষকে বিনামুল্যে ঘর দেওয়া হয়েছে।
এসব ঘর কে দিচ্ছে? আওয়ামীলীগ দিচ্ছে, শেখ হাসিনা দিচ্ছে।’ গ্রামীন জনপদকে সোস্যাল ওয়েলফেয়ার স্ট্রেইটে পরিণত করতে কাজ করছে আওয়ামীলীগ।বাংলাদেশে অভাবনীয় দারিদ্র বিমোচন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার আগে দেশে দারিদ্রতার হার ছিল ৪০ শতাংশেরও বেশি। এখন সেই হার নেমে এসেছে ২০ শতাংশেরও কমে। যা পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের চাইতে অনেক কম। আগে গ্রামে গ্রামে যে ভিক্ষাবৃত্তি ছিল, এখন আর সেই ভিক্ষাবৃত্তি নেই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply