আগামী মাসে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় ব্রাজিলের নেতৃত্বে থাকছেন না নেইমার। নেইমারকে সরিয়ে সেলেসাওদের অধিনায়কত্বে দেখা যাবে তার পিএসজি সতীর্থ দানি আলভেসকে।
২৭ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারকে ৮ মাস আগে ব্রাজিলের নেতৃত্ব প্রদান করা হয়। তবে ব্রাজিল কোচ তিতে নেইমারের সাম্প্রতিক শৃঙ্খলাজনিত নানা কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। এ কারণেই তার থেকে দায়িত্ব নিয়ে ব্রাজিল দলের নেতৃত্ব দেয়া হয়েছে ৩৬ বছর বয়সী ডিফেন্ডার দানি আলভেসকে।
কোপার আগে কাতার ও হন্ডুরাসের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচেও ব্রাজিলের নেতৃত্ব দেবেন আলভেস।
এ পর্যন্ত ৪ ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেছেন আলভেস। তার নেতৃত্বেই গত বছর মার্চে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
এ মাসেই কাপ ডি ফ্রান্সের ফাইনালে পিএসজির হয়ে রেনের বিপক্ষে খেলার সময় এক ভক্তকে আঘাত করে বসেন নেইমার। এ অপরাধে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। পিএসজির ড্রেসিং রুমেও সতীর্থদের সাথে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগ আছে এই ব্রাজিলিয়ান নাম্বার টেনের বিপক্ষে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply