টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে একমাত্র গোলটি করেন শামসুন্নাহার। প্রতিযোগিতার প্রথম এ আসরে শিরোপা জেতায় দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার।
গ্রুপ পর্বে হার না মানা দলটি স্বাভাবিক ভাবেই ফেভারিট ছিলো ফাইনালেও। কারণ এই ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ছিলো দাপুটে জয়। ফাইনালেও দেখা মিললো কিশোরীদের ধারাবাহিক পারফরম্যান্স। যার শুরুটা ম্যাচে দ্বিতীয় মিনিটেই গোল পেয়েছিলো বাংলার কিশোরীরা। কিন্তু অফসাইডের কারণে সেই গোল উৎসব থেকে বঞ্চিত হলো স্বাগতিকরা।
এরপর তহুরা মার্জিয়ার একের পর এক আক্রমণ শানিয়েছেন ভারতের রক্ষণে। ভালো একটি সুযোগ এসেছিলো ম্যাচের ২২ মিনিটে। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ। ফিনিশিংয়ের অভাবে কেন যেন উৎসবটা ধরা দিচ্ছিলও না বাংলাদেশের। ভারতের গোল রক্ষককে একা পেয়েও গোল আদায় করতে পারেন নি তহুরা।
অবশেষে ডেডলক ভেঙ্গেছে ৪২ মিনিটে। অতিথি রক্ষণে জটলার ফাঁকে কাজের কাজটা সেরেছন শামসুনন্নাহার। কমলাপুর স্টেডিয়াম তখন বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখর। মেয়েদের এক গোলে যেন জেগে উঠলো গোটা দেশের ফুটবল।
পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের রক্ষণে ভারত বল নিয়ে ঢুকেছে মাত্র একবার। তবে বিপদ জনক কিছুর আগেই ত্রাতা আঁখি-আনাই’রা। দ্বিতীয়ার্ধেও দুরন্ত বাংলাদেশের কিশোরীরা। আক্রমণ ঠেকাতে ব্যস্ত থেকেছে ভারতের রক্ষণভাগ। তবে বারবারই তা বাঁধা প্রাপ্ত হয়েছে পোস্টে গিয়ে।
ক্যামেরার ফোকাস কিংবা বিজয় উল্লাস তো তাদেরই মানায়। প্রথমবারের মতো আয়োজিত দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক নারী ফুটবলের এই মুকুট এখন তহুরা-মারিয়াদের দখলে। গেলো বছর সাফের মুল টুর্নামেন্ট ভারতের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বড়দের। বড়রা না পারলেও ছোটরা পেরেছে ঠিকই। শিরোপাটা আর অধরা থাকলো না। তাই তো বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতোয়ারা কিশোরীরা। তাদের জয়ে যে গোটা জাতির জয় তা আরো একবার প্রমাণ হলো বিবর্ণ ফুটবলে গ্যালারি ভরা দর্শকের গগণ বিদারী চিৎকারে।
তবে লাল সবুজের কিশোরীদের জয় উৎসবে বাঁধা হতে পারেনি কেউই। রেফারির শেষ বাঁশি নিশ্চিত করে বাংলাদেশের বিজয় নিশান। এর আগেও এএফসি অনূর্ধ্ব ১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতে এই মেয়েরাই নিজেদের চিনিয়েছে। এবার সাফের বলছে অনেক দূরে যাবে লাল সবুজের বাংলাদেশ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply