টিকটক ও ফেসবুকে লাইভের মাধ্যমে খোলামেলা এবং অসামাজিক কথাবার্তা বলে যুবসমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছেন অভিনেত্রী সানাই। এ অভিযোগে সানাইকে আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করেছে।
গোয়েন্দা সূত্র বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ রোববার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরো পড়ুনঃ বাবুগঞ্জে বিকল্পধারা’র নির্বাচনী অফিস উদ্বোধন
এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, ব্রেস্ট ইমপ্যান্ট করে আলোচনায় আসেন সানাই। এ নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সানাইকে জিজ্ঞাসাবাদের কারণ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা জানান, টিকটক ও ফেসবুক লাইভের মাধ্যমে খোলামেলা এবং অসামাজিক কথাবার্তা বলে যুবসমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছিলেন সানাই।
তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সর্তক করার জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply