চারিদিকে মৌমাছির গুনগুন এসেছে আনন্দের ফাগুন
বাংলাদেশ ন্যায় এবারের মতো অস্ট্রিয়ার ভিয়েনাতে উদযাপিত হয়েছে গত ০৩/০৩/২০১৯ ইং তারিখে অনুষ্ঠিত হলো মিসেস ফারজানা মিয়া তানি ও মিসেস নাদিরা সিকদার এর উদ্যোগে অস্ট্রিয়ার ভিয়েনাতে একটি হলরুমে আমরা কয়জনা ভিয়েনা অস্ট্রিয়া সংগঠনের বন্ধু বান্ধবরা সম্মিলিত ভাবে পহেলা ফাল্গুনের অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবারও অনেক ধুমধাম সাথে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন জানাব ইয়াসিম মিয়া বাবু:
ছবি :জানাব ইয়াসিম মিয়া (বাবু)
পরিচালনায় মিসেসফারজানা মিয়া তানি ও মিসেস নাদিরা সিকদারসার্বিক তত্ত্বাবধানে ও সাউন্ডে ছিলেন জানাবকায়কোবাদসিকদার।
এছাড়া পহেলা ফাগুন উপলক্ষে আনুষ্ঠিতহয় নাচএবংগান, কবিতা আবৃতি,সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যবাহী মূলক অনুষ্ঠান উদযাপিত হয়েছে ।
ছবি: নাচ পরিবেশন করছেন সুরাইয়া মিয়া সারা
অনুষ্ঠানের প্রথমে ছিলো আপ্যায়নের সুব্যবস্থা মেহমানদের জন্য।ঐতিহ্যবাহী বাংলাদেশের খাবার গুলোকে মূলতো অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয়েছে।
ছবি: পিঠা ও বাংলা অন্যান্য খাবার
আপ্যায়নের সুব্যবস্থা করেছিলো সম্মিলিত ভাবেঅস্ট্রিয়া ভিয়েনায় বসবাসরত সম্মানিতপ্রবাসী ভদ্রমহিলাগন।অনুষ্ঠানে প্রধানত বাংলাদেশের খাবার গুলো কে প্রাধান্য দেয়া হয়েছে।এতে অনেকরকমের খাবারের আয়োজনকরা হয়ে থাকে।বিভিন্ন ধরনের পিঠা, চটপটি, হালিম, দই মিষ্টি পায়েস, সিঙ্গারা, সমুচা, পেয়াজু, কাচ্চিবিরিয়ানি, মোরগ পোলাও, আরও কতকিছু।
দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানবাচ্চাদের নাচ, গান ও অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসরত প্রবাসী ভদ্রমহিলাগন।বিভিন্ন প্রকার গানের অনুষ্ঠান এর মাধ্যমে আনুষ্ঠান কে আরো মুখোরোচক করে তুলেননাচেওগানে মাতিয়ে তোলেনঅস্ট্রিয়ার ভিয়েনায়সেইহলরুমটি।
তৃতীয় পর্বে ছিলো পুরস্কার বিতরণ:
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলোসাংস্কৃতিকপর্ব।যারা অংশগ্রহণ করেছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাসরত প্রবাসী নারী অতিথিগন বাচ্চা ও বড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।
অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী নারী অতিথিগণ পুরস্কার বিতরণী
ছবি:মিসেস নাদিরা সিকদারপুরস্কার তুলে দিচ্ছেনসুরাইয়া মিয়া সারা কে
ছবি:মিসেস নিলু মিজান পুরস্কার তুলে দিচ্ছেন তাবি সিকদারকে
ছবি: মিসেস নাদিরা সিকদার পুরস্কার তুলে দিচ্ছেন জানাব ইয়াসিম মিয়া (বাবু) কে
ছবি: মিসেস ফারজানা মিয়া তানি পুরস্কার তুলে দিচ্ছেন তানহা কে
আর যে সকল বাচ্চারা নাচে ও গানে অংশগ্রহণ করেছে কিন্তু ভালো পারফর্মেন্স করেন নাই তাদের কেউ পুরস্কৃত করা হয়েছে।
মিসেসফারজানা মিয়া তানি ও মিসেস নাদিরা সিকদার তাদেরপক্ষ থেকে যারা অনুষ্ঠানেঅংশগ্রহণ করেছেন সবাইকে জানানো হয় আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করার জন্য।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস.এম.জহিরুল হাকিম
Leave a Reply