ড. আনিসুজ্জামান ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন।
আনিসুজ্জামান একজন বাংলাদেশী বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, প্রত্যক্ষভাবে ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সংবিধানের অনুবাদক। এছাড়াও তিনি ছিলেন ইমেরিটাস অধ্যাপক।
জ্ঞান চর্চায় আলোকিত করেছেন শিক্ষার ক্ষেত্র। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন আনিসুজ্জামান। তাকে একাধিক সর্বোচ্চ সম্মাননা পদকে ভূষিত করা হয়। বর্তমানে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।
সকলের প্রিয় এই শিক্ষক কর্মজীবন শুরু করেন মাত্র ২২ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। আনিসুজ্জামান শিক্ষা জীবনে ড. মুহম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরীদের পেয়েছিলেন শিক্ষক হিসেবে। তিনি অজস্র গবেষণাধর্মী গ্রন্থে বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন সর্বস্তরের মানুষের কাছে। ইতোমধ্যে অতিবাহিত করেছেন জীবনের একাশিটি বছর।
অনলাইন বাংলা নিউজ বিডি এর পক্ষ থেকে গুনি এ শিক্ষককে জন্মদিনের শুভেচ্ছ। শুভ জন্মদিন ড. আনিসুজ্জামান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply