আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) শুরু হচ্ছে বিশ্বকাপের ব্যাট বলের লড়াই। তার আগে আজই হয়ে যাবে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহ্যাম প্রাসাদের বাইরে অবস্থিত রাজকীয় রাস্তা ‘দ্য মল’ এ জমকালো ওপেনিং পার্টির মাধ্যমে পর্দা উঠবে বিশ্বকাপের।
সারা বিশ্বের দর্শকরা টেলিভিশনের মাধ্যমে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান উপভোগের জন্য নির্বাচিত দর্শকরা চোখের সামনেই দেখতে পাবেন গান, ক্রিকেট ও বিনোদনে ভরা এ অনুষ্ঠান।
তবে বিশ্বকাপের আয়োজনে ঠিক কী কী থাকছে তা চমক হিসেবেই রেখে দিয়েছে আইসিসি। ওপেনিং পার্টি নিয়ে তাদের ওয়েবসাইটে বলা আছে, ‘এটা একটা চমক। এই মুহূর্তে আমরা কেবল স্মরণীয় একটি রাতের প্রতিশ্রুতি দিতে পারি। ক্রিকেটের যারা ভক্ত ও যারা ভক্ত নন, সবাই এ রাতটাকে মনে রাখবেন। সব বয়সের জন্যই বিনোদন নিয়ে অপেক্ষা করছে অনুষ্ঠানটি। আর থাকবে কিছু বিখ্যাত মুখ।’
পার্টি স্টাইলের এই অনুষ্ঠান চলবে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। যার ব্যাকড্রপ হিসেবে থাকবে বাকিংহামের প্যালেস। আইসিসি জানিয়েছে, এবারের অনুষ্ঠানটি হবে বেশ জমকালো। উৎসবকে আরও রাঙিয়ে দিতে থাকবে লাইভ মিউজিক ও বিনোদন। তাতে অংশ নিতে পারবেন ৪ হাজার দর্শক। যদিও এই অনুষ্ঠানে অংশ নেবে না অংশগ্রহণকারী দলের কোনো সদস্য। সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটারদের দেখা যাবে এই অনুষ্ঠানে।
আইসিসির বিশ্বকাপ ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ারদি বলেছেন, ‘বাকিংহ্যাম প্রাসাদের সামনের রাস্তা দ্য মলে যুক্তরাজ্যের ইতিহাসের বেশ বড় কিছু উৎসব আয়োজিত হয়েছে। বিশ্বের সবার কাছে পরিচিত এই রাস্তাটি। বিশ্ববৈচিত্র্যকে কেন্দ্রে রেখেই এখানে ক্রিকেট ও ক্রীড়া উৎসব পালিত হতে যাচ্ছে।’
এদিকে ওপেনিং পার্টি শুরুর আগে বাকিংহ্যাম প্রাসাদে রানির দ্বিতীয় এলিজাবেথের আতিথ্য নেবেন বাংলাদেশসহ ১০ দলের অধিনায়করা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply