কুমিল্লা ইপিজেডে একটি সুতার কারখানায় লাগা আগুন প্রায় আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত সাড়ে নয়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার ভোরে।
আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আরএন স্পিনিং মিলে আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে আরও একটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে।
মোট ১১টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply