ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম (নৌকা প্রতীক) ৯৯,২০৫টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ (লাঙল) পেয়েছেন ৩,৯৩২ ভোট।
ডিএনসিসিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার। ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি।
ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ছাড়াও আজ রাজধানীর দুই সিটি করপোরেশনের নতুন যুক্ত ৩৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোটগ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদটি শূন্য হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। গত বছরের ৯ জানুয়ারি এক দফা এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় এক বছরের জন্য আটকে যায় ভোট। আইনি জটিলতা নিরসনের পর গত মাসের ২২ তারিখ ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন ও উত্তর-দক্ষিণের সংযুক্ত ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply