ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে ৮৯ রানে হারের পরে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন তিনি। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন পাকিস্তান দলের কোচ মিকি আর্থার।
এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ। মূলত ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার চাপ ও সমলোচনাকে ঘিরেই এমনটা ভেবেছিলেন আর্থার।
এ ব্যাপারে কোচ মিকি আর্থার বলেন, ‘গত রবিবার আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। আপনি জানেন একটা ভালো পারফরম্যান্স সব বদলে দিতে পারে। এটা খুবই দ্রুত হয়েছে এবং আপনি ম্যাচটা হেরেছেন, সেটির ধাক্কা সামলে উঠার আগেই আরেকটা হেরেছেন। বিশ্বকাপের মত আসরে এ ম্যাচকে ঘিরে মিডিয়ার চাপ, সমর্থকদের প্রত্যাশা ও চাপ থাকে। এত কিছুর পরও নিজের অস্তিত্ব বাঁচানোটা কঠিন হয়ে পড়ে।’
অবশ্য এসব ঘটনা নতুন নয় পাকিস্তান ক্রিকেট। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর রহস্যজনক মৃত্যু হয় সেসময়ের কোচ উলমারের। তবে এখন পর্যন্ত সেটির রহস্য খুঁজে বের করতে পারেনি। সেসময়ে ববি উলমারের মৃত্যুতে তোলপাড় লেগেছিল ক্রিকেট অঙ্গনে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply