নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নুরসহ দুই মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি করে ৪৯ জনকে হত্যার দায়ে শনিবার আদালতে হাজির করা হয়েছে অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ ব্রেন্টন ট্যারেন্টকে। সেখানে উপস্থিতির সময় তার নিজ হাত দ্বারা একটি বিশেষ ভঙ্গিতে মাধ্যমে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের’ প্রতীক দেখাচ্ছিলেন ট্যারেন্ট।
শনিবার (১৬ মার্চ) মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর দায়ে তাকে আদালতে হাজির করার সময় বর্ণবাদেরই প্রতীক ভঙ্গিতে দেখায়। ওই হামলার জন্য তাকে ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে দেশটির আদালত।
এদিকে চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আঙুল দিয়ে ওই ভঙ্গিমার মধ্যে দিয়ে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের’ প্রতীক দেখাচ্ছিলেন ট্যারেন্ট। ‘শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ’এ ধারণাকারীরা সাধারণত আঙুলের মাধ্যমে এই প্রতীক দেখিয়ে থাকেন। এক্ষেত্রে বৃদ্ধা ও তর্জনি আঙুল বৃত্তাকারে একসঙ্গে যুক্ত করলে তা ‘P’ এর আকৃতি নেয়, যা দিয়ে Power বা শক্তি বোঝানো হয়। আর বাকি তিনটি আঙুল তখন ‘W’ এর রূপ নেয়, যা দিয়ে বোঝানো হয় White বা সাদা।
এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় সকালে ট্যারেন্টকে ক্রাইস্টচার্চের একটি আদালতে হাজির করা হয়।তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তাকে কারাবন্দীদের মতো সাদা পোশাকে হাতকড়া পরিয়ে খালি পায়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে আদালতে হাজির হওয়ার পর ট্যারেন্টকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি তার বিরুদ্ধে মঞ্জুর করা হয়েছে রিমান্ড। আগামী ৫ এপ্রিল ট্যারেন্টকে আবার আদালতে হাজির করা হবে। এদিকে ট্যারেন্ট ছাড়া আরও দুই ব্যক্তিকে আটক করেছে নিউজিল্যান্ড পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চের ২ মসজিদে চালানো ভয়াবহ বন্দুক সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। ঘটনার জেরে দুদেশের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply