গত সোমবারে বাংলাদেশের প্রযুক্তি খাত নতুন এক যুগে প্রবেশ করল। চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে বাংলাদেশে। প্রথম ধাপে শুধুমাত্র ঢাকা,চট্টগ্রা,খুলনা ও সিলেট নগরী তে ফোর-জি সুবিধা পাওয়া যাবে বলা হয়েছে। ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী আরো বেশী স্পিডে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন।
আমাদের দেশে যখন থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয় তখন প্রচুর পরিমাণে থ্রিজি ফোন বাজারে ছাড়া হয়। বর্তমানে স্মার্ট ফোন ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৯০ ভাগ ই থ্রিজি নেটওয়ার্ক উপযোগী ফোন। তবে অনেক ফোন ফোর-জি নেটওয়ার্ক উপযোগী।
আপনার মোবাইল ফোন ফোর-জি নেটওয়ার্ক উপযোগী কিনা সেটা জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে মাবাইলের “সেটিংস” অপশনে। “সেটিংস” অপশনে গিয়ে আপনাকে “ওয়্যারলেস এ্যান্ড নেটওয়ার্কস” অপশনে যেতে হবে,সেখান থেকে “সেলুলার নেটওয়ার্কস/ মোবাইল নেটওয়ার্কস” অপশনে ক্লিক করলে দেখতে পারবেন “প্রেফার্ড” নেটওয়ার্টকে গেলে দেখতে পারবেন “নেটওয়ার্ক টাইপ” দেখতে পাবেন।
সেখানে যদি 4G লেখা থাকে তাহলে আপনার মোবাইল ফোনটি ফোর-জি উপযোগী মোবাইল ফোন। এছাড়াও মোবাইল ফোন বিক্রয় কেন্দ্র থেকেও জানতে পারবেন আপনার ফোন টি ফোর-জি উপযোগী কিনা।
ফোর-জি সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের সিম এবং মোবাইল ফোন উভয় ই ফোর-জি উপযোগী হতে হবে। আপনার সিম টি ফোর-জি উপযোগী কিনা সেটা আপনি খুব সহজে জানতে পারবেন। সব অপারেটরের গ্রাহকেরা খুদে বার্তা পাঠিয়ে সিম টি ফোর-জি সিম কিনা সেটা জানতে পারবেন।
যেসব গ্রাহকেরা গ্রামীণফোন কোম্পানির সিম ব্যবহার করেন, তাদের সিম টি ফোর-জি সিম কিনা সেটা জানার জন্য মোবাইল থেকে *১২১*৩২৩২# ডায়াল করার পর,ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে সিম টি ফোর-জি কিনা।
আর যারা রবি কোম্পানির সিম ব্যবহারকারী গ্রাহকেরা *১২৩*৪৪# করে জানতে পারবেন আপনার সিমটি ফোর জি কিনা।
যেসব গ্রাহকেরা বাংলালিঙ্ক সিম ব্যবহার করেন,তাদের কে ফোর জি সিম কিনা নিশ্চিত হওয়ার জন্য গ্রাহকের মোবাইল হ্যান্ডসেট থেকে ৪এ লিখে ৫০০০ নাস্বারে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে গ্রাহকের সিম ফোর-জি কিনা।
দেশের ৬ টি মোবাইল অপারেটরের মধ্যে গ্রামীণফোন,বাংলালিঙ্ক ও রবি ফোর-জি চালু করার ব্যাপারে নিশ্চিত করেছে। তবে দেশীয় সরকারি মোবাইল অপারেটর টেলিটকের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয় নি। টেলিটক ফোর-জি সেবা চালু করবে কিনা সেটা এখনও তারা নিশ্চিত নয়।
যদি গ্রাহকের সিম ফোর-জি না হয়,তবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর এর গ্রাহকসেবা কেন্দ্র কিংবা স্থানীয় দোকান সমূহ থেকে থ্রিজি থেকে ফোর-জি তে পরিবর্তন করে নিতে হবে। থ্রিজি থেকে ফোর -জি তে পরিবর্তন করতে মূসক কর সহ মোট খরচ হবে ১১৫ টাকা। ফোর-জি তে পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয়পত্রের ফোটোকপি,ছবি ও আঙুলের ছাপ দিতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply