জ্যোতিময় ,বিজ্ঞানময় ,জীবনময় ,সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ , আসমানী কিতাব যা মহান আল্লাহ তায়ালার নিজস্ব কথা যাহা শুধু মাত্র মানুষের ইহকাল ও পরকাল কল্যানে গাইড স্বরূপ জীবন চলার নির্দেশিকা হিসেবে অবতীর্ণ হয়েছে। এই কোরআন মাজীদে এমন সামজ্জস্সপূর্ণ ও আশ্চর্যপূর্ণ বাক্য বা শব্দ মহান আল্লাহ জাল্লাহ শানুঃ বলে দিয়েছেন যা ঈমান ও আকীদা বা একত্ববাদ দৃঢ় ও মজবুত করে দেবে !! জেনে আশ্চর্য হয়ে প্রশংসায় নিম্মজিত হবেন মহা প্রজ্ঞাময় ও মহা প্ররাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আসুন জেনে নেই এমন কিছু সামজ্জস্সপূর্ণ কথা –
মহা প্রবিত্র আল কোরআনে শাস্তি শব্দটি এসেছে ১১৭ বার ঠিক তার পাশাপাশি ক্ষমা শব্দটি এসেছে ২৩৪ বার কার মানে ১১৭ এর দ্বিগুন !!! ইহার অর্থ দাঁড়াচ্ছে শাস্তি ১ বার দেয়ার কথা বলে ক্ষমা করার কথা বলে দিয়েছেন ২ বার ! তিনি অতি দয়ালু।
এই পৃথিবী বা দুনিয়ার কথা বলেছেন ১১৫ বার তদ্রুপ মৃত্যু পরবর্তী জীবন/আখিরাত সম্পর্কের কথা বলেছেন ১১৫ বার। শয়তানের কথা ৮৮ বার আবার ফেরেস্তার কথা বলেছে ৮৮ বার , অন্য দিকে বেহেস্থের কথা যেমনি বলেছেন ৭৭ বার ঠিক তেমনি দোজখ /জাহান্নামের কথা এসেছে ৭৭ বার ! শুধু তাই নয় যাকাত আদায় এসেছে ৩২ বার আবার সলাত /কল্যাণের কথা বলেছে ৩২ বার !! গীষ্ম / গরমের কথা যেমনি ৫ বার বলেছে তেমনি শীত / ঠান্ডার কথা এনেছে ৫ বার !এখানে কি বলা হচ্ছে না যে দুনিয়ার/পৃথিবীর জীবন বা কার্য হচ্ছে আখিরাত /শেষ দিবসের জন্য তেমনি আখিরাতের ফলাফল ভোগ করার জন্য দুনিয়া /পৃথিবীর জীবন পরীক্ষা গুরুত্তপূর্ণ ?
বিজ্ঞানময় কোরআনুল হাকীমে এক আল্লাহ রাব্বুল ,পুরুষের কথা বলেছেন ২৩ বার অন্যদিকে নারী /মহিলার কথা এনেছেন ২৩ বার ! নারী = পুরুষ ! চিকিৎসা বিজ্ঞান বলছে, ২৩ জোড়া / ৪৬ টি ক্রোমোজোম থাকে মানব দেহে যাহা ২৩ টি আসে পুরুষ থেকে ২৩ টি থাকে নারী / মহিলার মধ্যে ! সুবহানাল্লাহ ! আরো লখ্য করুন পৃথিবীর দিকে যেখানে স্থল এর কথা বলেছেন ১৩ বার সেখানে সাগর/নদীর কথা বলেছেন ৩২ বার যাহা দুটু মিলে ১৩+৩২= ৪৫ ভাগ। যদি ৪৫ ভাগ কে শতকরা হিসাব করেন তাহলে দেখবেন যথা – ১৩ / ৪৫ *১০০ = ২৮.৮৮ % ভাগ স্থল ৩২/৪৫ * ১০০০= ৭১.১১ % পানি ! আমাদের পৃথিবীর বিজ্ঞান তাই বলে যে পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ জল /পানি আর ১ ভাগ স্থল / মাটি। কি আশ্চর্য মনে হচ্ছেনা ? মনে হচ্ছে না মহা প্রজ্ঞাময় আল্লাহ তায়ালার বিজ্ঞানময় কোরআনুল হাকীম ?
গোলাম মহিউদ্দিন , নির্বাহী পরিচালক ,ডক্টরস হোমিও|01912587683
Leave a Reply