ক্রিকেটারদের ১১ দফা দাবিতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেট। এই দাবিগুলো মানা না হলে সব ধরণের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন ক্রিকেটাররা। তাদের দাবিগুলোর প্রথমটিই ছিল, ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এর বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেন তারা।
কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দূর্জয় বলছেন, যে ক্রিকেটাররা আন্দোলন করছে কোয়াব কেবল তাদের সংঘঠন না। তিনি বলেন, ‘কোয়াব শুধু ওই কয়েকজনের সংঘঠন না। এটা বর্তমান এবং সাবেকদের সংঘঠন। তারা সবাই কি চাচ্ছে সেটাও দেখতে হবে। তারা যে দাবি নিয়ে এসেছে, আমরা সবই বোর্ডের কাছে প্রস্তাব করেছি। আমরা খেলোয়াড়দের দাবিগুলো তাদের আগেই বোর্ডের কাছে জানিয়েছি।
বর্তমান ক্রিকেটারদের চেয়েও নিজেরা বেশি ভুক্তভোগি বলে দাবি করেন দূর্জয়। তিনি বলেন, ‘কোয়াবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা যারা আছি, ওদের চেয়ে অনেক বেশি এসব সমস্যার ভুক্তভোগি হয়েছি। আমরা সে জন্য সবসময় সবার আগেই বলেছি যে ফাস্ট ক্লাস ক্রিকেটকে প্রায়োরিটি দেয়া দরকার। আমার মনে হয়, তারা যদি এসব জায়গায় প্রশ্ন তুলে তাহলে সেটা দুঃখজনক। ‘
Leave a Reply