জয়দেব, বান্দরবান প্রতিনিধি ঃ- আজকের যুব সমাজ যত বেশী খেলাধুলায় অংশ গ্রহণ ও আকৃষ্ট হবে ,তত বেশী সমাজ মাদকমুক্ত হবে।মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। বান্দরবানের আলীকদমে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ‘আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে
আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন একথা বলেন। তিনি আরও বলেন, খেলাধুলা শুধ বিনোদন দেয় না,খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে এবং কর্মচঞ্চল করেও তুলে। শনিবার (৩১আগষ্ট)বিকালে অনুষ্ঠিত আন্তঃবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি ও সদর ইউপি
চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, সাবেক ইউপি চেয়াম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী দুংড়ি মং মার্মা, চৈক্ষ্য ইউপি চেয়াম্যান ফেরদৌস রহমান, চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উনুমং মার্মা ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ সোহেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুরুং একাদশ ছাবের মিয়া পাড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
Leave a Reply