হাদীস: হযরত জারীর ইবনে আবদুল্লাহ (রা) বলেন, আমরা এক রাতে রাসূলেপাক (সাঃ) এর দরবারে উপস্থিত ছিলাম। হঠাৎ করে তিনি চাদের দিকে নজর করে বললেন। কিয়ামতের দিন তোমরা তোমাদের প্রভুকে এমন প্রকাশ্যভাবে দেখতে পাবে যেমন এ চাঁদকে দেখতে পাচ্ছ।
তাঁকে দেখার ব্যাপারে তোমাদেরকে কোন ভিড় করতে হবে না। কিন্তু এ নেয়ামত হাছিলের জন্য সূর্য উদয় ও সূর্য অস্তের পূর্ববতী নামাযের প্রতি সর্তক দৃষ্টি রাখতে হবে।
দুনিয়ায় দু’দল ফেরেশতা আগমন করে
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন একদল ফেরেশতা দিনে ও রাতে তোমাদের কাছে আসা-যাওয়া করে তারা একদল ফযরের নামাযের সময় এবং আর একদল ফেরেশতা আসরের নামাযের সময় তোমাদের কাছে এসে থাকে।
তোমাদের কাছে যে দল ফেরেশতা এসে ছিল তারা যখন আরশে আযীমে গিয়ে হাজির হন, তখন মহান আল্লাহ পাক তাদের অবস্থা সম্পর্কে পরিজ্ঞাত হওয়ার পরও তাদেরকে তোমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, আল্লাহ পাক বলেন, তোমরা তোমার বান্দাদেরকে কে কি অবস্থায় দেখে এসেছ?
তখন উত্তরে ফেরেশতারা বলেন, হে আল্লাহ পাক! আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তাদেরকে দেখেছি তোমার নামায আদায় করছে আবার যখন ফিরে এসেছি তখনও তাদেরকে দেখেছি তারা তোমার নামায আদায় করছে।
অনলাইন বাংলা নিউজ বিডি : শাকিল আহমেদ মোহন
Leave a Reply