গত মঙ্গলবার বিপিএলের ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। বড় ধরনের ঝামেলায় পড়লেন আল-আমিন হোসেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার। ম্যাচটিতে আরিফুল হককে আউট করা বলটি নিয়েই সন্দেহ তৈরি হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে। অভিযুক্ত হওয়ায় আগামী ১৪ দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে জবাব দিতে হবে আল-আমিনকে। তবে আপাতত বোলিং করতে কোনো বাধা নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেসারের।
বিপিএলের চেয়ারম্যান ও টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেছেন, ‘২৮ নভেম্বরের ম্যাচের একটি বলের অ্যাকশনের কারণে আল-আমিন অভিযুক্ত হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে আগামী ১৪ দিনের মধ্যে আল-আমিনকে রিভিউয়ের মুখোমুখি হতে হবে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে এই প্রথমই অভিযুক্ত হননি আল-আমিন।
২০১৪ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সময় অভিযুক্ত হন তিনি। এরপর চেন্নাইয়ে অ্যাকশন পরীক্ষায় বসার পর একই বছরের নভেম্বরে আইসিসি আল-আমিনকে ছাড়পত্র দেয়।
বিপিএলের গত মৌসুমে কেভন কুপার এবং আরাফাত সানি সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন। তবে চলতি টুর্নামেন্টে দুজনই কোনো বাধা ছাড়াই বোলিং করছেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply