সাভারের আশুলিয়ায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির চালকসহ ৪ ব্যক্তির মৃত্যু হয়।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের আশুলিয়া এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাঙ্গে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- ট্রাক চালক মোজাহিদ মিয়া ও তার ৩ সহযোগী শাহিন, আব্দুল কাদের ও আরিফ। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও তাৎক্ষণিক বিস্তারিত পরিচয় জানা যায়নি ।
স্থানীয়রা জানায়, সকালে একটি ইটবোঝাই ট্রাকে গাড়ির চালকসহ ৭ ব্যক্তি ছিলেন। তবে ট্রাকটি আশুলিয়া এলাকার মরাগাঙ্গ নামে স্থানে পৌঁচ্ছালে একটি সুরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এ সময় ট্রাকটি কমপক্ষে ৪০ ফুট নদী গভীরে তলিয়ে যায়। তবে ট্রাকে অবস্থানরত ৩ শ্রমিক নদী থেকে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। তবে প্রাথমিক অবস্থায় ৪ জন নিখোঁজ থাকে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উত্তরা ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে উদ্ধার অভিযানে নামে ।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে অংশ নিয়েছে। তবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক মোজাহিদ ও তিনি শ্রমিকের মরদেহ উদ্ধার করে নাম সনাক্ত করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply