হেডিংলিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তান। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২৭ ওভার শেষে ৫ উইকেটে ১২৫ রান।
এদিকে আজ টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান তুলতে সক্ষম হন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব ও রহমত শাহ। ব্যক্তিগত ১৫ রানে শাহীন শাহ আফ্রিদির বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান গুলবাদিন। পরের বলেই নতুন ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদীকে ইমাদ ওয়াসিমের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান শাহীন। গোল্ডেন ডাকের আক্ষেপ নিয়ে ফিরতে হয় শাহিদীকে।
এরপর দলীয় ৫৭ রানে ইমাদ ওয়াসিমের বলে রহমত শাহকেও হারায় আফগানিস্তান। বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে রহমত করেন ৩৫ রান।
তবে প্রাথমিক সেই চাপ থেকে আফগানদের ভালোভাবেই টেনে তুলছিলেন অভিজ্ঞ আসগর আফগান ও তরুণ ইকরাম আলী খিল। দুজনে মিলে গড়ে তুলেছিলেন ৬৪ রানের জুটি। কিন্তু দলীয় ১২১ রানে শাদাব খানকে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরে গেছেন আফগান। সাজঘরে ফেরার আগে নিজের নামের পাশে যোগ করেছেন ৪২ রান।
এর কিছুক্ষণ পরে ব্যক্তিগত ২৪ রানে ইমাদ ওয়াসিমের বলে ফিরে যান ইকরাম আলী খিলও। দুই ব্যাটসম্যান মিলে শুরুর চাপটা পাকিস্তানের ওপর ফিরিয়ে দিচ্ছিলেন ভালোভাবেই, তবে আসগর ও ইকরামের বিদায়ে আবার চাপে পড়তে হলো আফগানদের।
টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে টানা ৭ ম্যাচের সবগুলো হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের, আজকের ম্যাচটি তাদের জন্য শুধুই সম্মান রক্ষার।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply