আসছে বসন্ত।
————————–
কবিঃ শ্যামল কুমার রায়।
————————————–
শীত এসেছিল কুয়াশা মুড়ে
নতুন ধানের গন্ধ আর
খেজুরের রস নিয়ে ভাঁড়ে ।
শূণ্য ধানের ক্ষেতে
বৃত্তাকারে খুঁজেছো তাপে
দুপুরের কৃপণ রোদ্দুরে ।
এখন সে’সব অতীত
কবে নাকি এসেছিল
পৌষের উদ্দাম শীত ।
পলাশের নবীন শাখায়
কোকিল কুহু গান গায়
কৃষ্ণচূড়ায় বাজে বসন্ত সঙ্গীত ।
উত্তরের হিমেল বায়
দখিনারে দেয় দায়
রাঙ্গায় আকাশ দিগন্ত ।
বনে বনে কচি পাতা
ফুলকলি দিল বার্তা
ওই দেখ আসছে বসন্ত ॥
——— * * * * * ———–
Leave a Reply