হৃদয় বিদারক করুন মৃত্যু ঘটেছে এক ইজিবাইক চালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমড়াকান্দি নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সংঘবদ্ধ ৩/৪ জনের ছিনতাইকারীর দল যাত্রীবেশে টেকেরহাট উত্তরপাড় বাসস্ট্যান্ড থেকে বিজয় শেখ (১৪) নামে এক চালকের ইজিবাইক ভাড়া করে। এসময় চালক সঙ্গী হিসেবে তার চাচাতো ভাই শাওনকে সঙ্গে করে নিয়ে যায়।
পথিমধ্যে মহাসড়কের ডোমড়াকান্দি নামক স্থানে পৌঁছালে ছিনতাইকারী দল কৌশলে বিজয় শেখকে ইজিবাইক থেকে নামিয়ে নিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
এসময় বিজয়ের সঙ্গে থাকা শাওন নিকটবর্তী বাসস্ট্যান্ড ছাগলছিড়া গিয়ে স্থানীয়দের নিকট ঘটনার কথা বলে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে। এসময় অন্যান্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- ভাংগা উপজেলার ঘারুয়া গ্রামের হারুন শেখের ছেলে আল-আমিন শেখ (১৮), একই উপজেলার পূর্ব সদরদী গ্রামের আশরাফ মৃধার ছেলে রবিন মৃধা (১৬)। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের ঠিক আগের রাতে ছিনতাইকারীদের নির্মমতায় প্রাণ হারাতে হলো নির্দোষ চালককে। আপনজনেরা এই কষ্ট কীভাবে মেনে নেবে? দোষী ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর বিচার করা উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply