একটা সময় ছিল যখন রীতিমতো হতাশায় ছিলাম। সে সময় শুধু ভাবতাম জীবন মানে পড়াশুনা, কাজ, বিয়ে ও সংসার। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হওয়ার পর জীবনের মর্ম বুঝেছি। এমনটাই বলছেন এক তরুণী। মহান আল্লাহর এবাদতের জন্য এখন আমার এ জীবন।
এই কথাগুলো বলেছেন জাপানি এক তরুণী যিনি বৌদ্ধ ধর্মানুসারী ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমান হন।
জানা গেছে, জাপানি ওই তরুণীর নাম নুর আরিসা মরিয়ম। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে ছোট বেলা থেকে বেড়ে উঠেছেন জাপানের রাজধানী টোকিওতে।
শান্তির র্ধম ইসলাম গ্রহণের কারণ হিসেবে নুর আরিসা মরিয়ম বলেন, টোকিওতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার মেজর বিষয় ছিল মালেশিয়ান স্টাডিজ। এতে একটি লেকচারে হিজাবি একজন মুসলিম নারীর বিষয় পড়ানো হয়।
ওই তরুণী বলেন, এ সময় আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। পরে অনেক মুসলিমদের সাথে আমি দেখা করি এবং একটা পর্যায় গিয়ে আবিষ্কার করি ইসলাম ধর্ম হল শান্তির জন্য।
এদিকে, আরিসার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেন নি তার মা। অবশ্য একপর্যায়ে তিনিও তা মেনে নেয়।
বৌদ্ধ থেকে মুসলিম হয়ে আরিসা বলেন, আমি জানি আমার জীবনে এখনও অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আছে। কিন্তু এসব সমস্যা ও চ্যালেঞ্জ আল্লাহর দেয়া পরীক্ষা। বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী জাপানি তরুণী নুর আরিসা মরিয়ম।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply