কুষ্টিয়া থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন।গত শনিবার নিখোঁজ হওয়ার পর থেকে পাঁচ দিন হয়ে গেলেও খোঁজ মেলেনি তার। খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ আবদুল্লাহ আল মামুনের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামে। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি কুষ্টিয়ার বটতৈল এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। তার পিতার নাম সিদ্দিক মোল্লা।
নিখোঁজের শ্বশুর আবদুল গফফার জানান, সোমবার রাত থেকে অপরিচিত ০৯৬৩৮২১৪৬৫৯ এই নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৪০০০০টাকা দাবি করা হয়। তারা মামুনের সঙ্গে কথা বলতে চাইলে, সে অজ্ঞান অবস্থায় রয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় আবদুল্লাহ আল মামুনের বাবা সিদ্দিক মোল্লা ইবি থানায় একটি জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন ইবি থানার ওসি রতন শেখ। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে। তাকে উদ্ধারের জন্য আমরা চেষ্টার কোন ত্রুটি রাখছি না। মোবাইল ট্রাকিং অনুযায়ী তার সর্বশেষ অবস্থান নিজ জেলা সাতক্ষীরায়।
সুস্থতার জন্য ৪০০০০ হাজার টাকা দাবির প্রসঙ্গে তিনি বলেন ফোনটি কোন ভ্যালুড নাম্বার থেকে আসে নাই। তার ফ্যামিলিকে আমরা টাকা লেনদেন না করার পরামর্শ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিসুর রহমান বলেন ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে। আমরা তার সমস্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছি। ছেলেটির উদ্ধারের ব্যাপারে তারা সর্ব্বোচ্চ চেষ্টা করছেন। উল্লেখ্য গত শনিবার ‘কুষ্টিয়া থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আল মামুন। মামুনের কাছে একটি ল্যাপটপ ও ১৪ হাজার টাকা ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply