হাদীসঃ হযরত আবদু্ল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলে, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত।
১। আল্লাহ ছাড়া আর কোন মা’বুদ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল ও কথার ঘোষণা দেয়া।
২। নামায প্রতিষ্ঠা করা।
৩। যাকাত দেয়া।
৪। হজ্জ করা।
৫। রমজানের রোজা রাখা।
৬০টির বেশি ঈমানের শাখা-প্রশাখা
হাদীসঃ হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন, ঈমানের ৬০টির অধিক শাখা-প্রশাখা রয়েছে। লজ্জা ঈমানের একটি শাখা।
প্রকৃত মুসলমানের পরিচয়
হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। হযরত নবী করীম (সাঃ) বলেন, প্রকৃত মুসলমান সে, যার জবান ও হাত হতে মুসলমানগণ হেফাযত রয়েছে এবং মুহাজির ঐ ব্যক্তি যিনি আল্লাহ যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকেন অর্থাৎ পাপ কাজ পরিহার করেন।
উত্তম মুসলমান
হাদীসঃ হযরত আবু মূসা আশআরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন সাহাবাগণ রাসূলুল্লাহ (সাঃ)কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ! ইসলামের কোন দিকটা উত্তম। রাসূলুল্লাহ (সঃ) উত্তর দিলেন, যার জবান ও হাত হতে মুসলমানগণ নিরাপদ রয়েছে।
সালাম ও খানার বিধান
হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করল, ইসলামের কোন দিকটা উত্তম? রাসূলুল্লাহ (সঃ) উত্তর দিলেন, পরিচিতি ও অপরিচিতি সকলকে সালাম দেয়া এবং ক্ষুধার্তকে খানা খাওয়ানো।
পূর্ণাঙ্গ মু’মিন
হাদীসঃ হযরত আনাস বিন মালেক (রা) হতে বর্ণিত। নবী করীম (সাঃ) বলেন, তোমাদের মধ্যে কেউ পুরোপুরি মু’মিন হতে পারবে না, যে পর্যন্ত সে তার মুসলমান ভাইয়ের জন্য ঐ সকল বস্তু পছন্দ না করবে, যা নিজের জন্য পছন্দ করে।
রাসূলকে ভালবাসা হল ঈমানের অঙ্গ
হাদীসঃ হযরত আবু হুরায়রাহ (রা) হতে বর্ণিত। রাসূল পাক (সাঃ) বলেন, ঐ আল্লাহ পাকের শপথ। যার হাতে আমার জীবন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মু’মিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা-মাতা ও সন্তান সন্ততি হতে অধিক প্রিয় না হই।
ঈমানের স্বাদ
হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেন, ঐ ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে সক্ষম হয়েছে, যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান (১) যার কাছে প্রথিবীর সমুদয় বস্তু হতে আল্লাহ ও তাঁর রাসূল বেশী প্রিয়।(২) যে মানুষকে ভালবাসে শুধূ আল্লাহর উদ্দেশ্যে।(৩) যে ঈমান গ্রহণের পর পুনরায় কুফরীতে ফিরে যাওয়া এমন ভাবে না পছন্দ করে যেমন ভাবে আগুনে নিক্ষিপ্তি হওয়া না পছন্দ করে।
ঈমানের চিহ্ন
হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেন, মদীনা শরীফের আনসার সাহাবীদের ভালবাসা ঈমানের চিহ্ন এবং তাদের সাথে শক্রতা পোষণ করা মোনাফেকীর চিহ্ন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply