ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারালেও পরবর্তীতে উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরি আর রস টেইলরের হাফ সেঞ্চুরির উপর ভর করে ভালো স্কোর দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান সংগ্রহ করেছে কিউইরা।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ১৪৮ রান করেছেন। এর আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। ১৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেছেন রস টেইলর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেল্ডন কটরেল ৪টি, ক্রিস গেইল ১টি ও কার্লোস ব্র্যাথওয়েট ২টি করে উইকেট শিকার করেছেন।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোকে হারায় নিউজিল্যান্ড। ওভারের প্রথম বলে গাপটিলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কটরেল। পঞ্চম বলে মুনরোকে বোল্ড করেন তিনি। দুজনই ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরে যান।
প্রথম ওভারেই দুই উইকেট পড়ে যাওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যান উইলিয়ামসন ও টেইলর। দুজনে মিলে ১৬০ রানের জুটি গড়েন। পরে নিশাম, গ্র্যান্ডহোম ও স্যান্টনারদের ছোট ছোট ইনিংসের উপর ভর করে সম্মানজনক স্কোর সংগ্রহ করে নিউজিল্যান্ড।দুই দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। গত পাঁচ ম্যাচের একটিতেও হারেনি নিউজিল্যান্ড। তবে, তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ৯ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে, তিন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ইনিংস: ২৯১/৮ (৫০ ওভার)
(মার্টিন গাপটিল ০, কলিন মুনরো ০, কেন উইলিয়ামসন ১৪৮, রস টেইলর ৬৯, টম লাথাম ১২, জেমস নিশাম ২৮, কলিন ডি গ্র্যান্ডহোম ১৬, মিচেল স্যান্টনার ১০, ম্যাট হেনরি ০*; শেল্ডন কটরেল ৪/৫৬, কেমার রোচ ০/৩৮, জ্যাসন হোল্ডার ০/৪২, ওশানে থমাস ০/৩০, কার্লোস ব্র্যাথওয়েট ২/৫৮, অ্যাশলে নার্স ০/৫৫, ক্রিস গেইল ১/৮)।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply