কক্সবাজার প্রতিনিধি: উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার চিহ্নিত ও শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আজীজুল হকের পূত্র সাইদুল হক প্রকাশ ইয়াবা রুবেলের (৩৪) ইয়াবা বাণিজ্য, ইয়াবা সেবন, নারী কেলেংকারী ও সন্ত্রাসী সহ বিভিন্ন অপকর্ম থামানো যাচ্ছে না। এলাকার সচেতন লোকজন, জনপ্রতিনিধি ও আইন- শৃংখলা বাহিনীর তৎপরতা সত্বেও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াবা রুবেল এলাকায় ও কক্সবাজার শহরে প্রকাশ্যে ইয়াবা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এলাকার জনপ্রতিনিধি সহ কয়েকজন সচেতন ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান. ইয়াবা রুবেল প্রকৃত একজন ইয়াবা ব্যবসায়ী। সে গত কয়েক বছর ধরেই এলাকায়
প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বেচাবিক্রি ও সেবন করে। এছাড়া নারী কেলেংকারী, অস্ত্রধীরী ও সন্ত্রাসী কর্মকান্ড সহ বহু অপরাধে জড়িত ইয়াবা রুবেল অসাধু প্রভাবশালীর ছত্রছায়ায় কাউকে গ্রাহ্য করে না। থানা পুলিশের হাতে ইতিপূর্বে কয়েকবার গ্রেফতার হয়ে কারাগারে গেলেও টাকার জোরে ও আইনী ফাঁক-ফোকরে জামিনে বের হয়ে আবার ইয়াবা বাণিজ্য শুরু করে। এলাকার সচেতন লোকজন অবিলম্বে ইয়াবা রুবেল সহ এলাকার প্রত্যেক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন- শৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের দাবী জানান। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী পশ্চিম সোনারপাড়ার মোনাফ মার্কেট এলাকার
আজিজুর হকের পূত্র চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও কূখ্যাত সন্ত্রাসী সাইদুল হক রুবেলের ইয়াবা বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করে ইয়াবা রুবেলকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া জরুরী বলে মনে করেন। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই (নিরস্ত্র) শ্রী সিদ্ধার্থ সাহা জানান, ইয়াবা রুবেলের বিরুদ্ধে থানায় ও ফাঁড়িতে ইয়াবা বাণিজ্য, নারী কেলেংকারী, অস্ত্রবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের অগণিত অভিযোগ এবং নারী নির্যাতন সহ একাধিক মামলায় ওয়ারেন্টভূক্ত আছে। তাকে গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে এবং পুলিশী অভিযান অব্যাহত আছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ
মুহাম্মদ আবুল মনসুর জানান, ইয়াবা রুবেল সহ এলাকার প্রত্যেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে পুলিশ বিশেষ তৎপরতা অব্যাহত আছে। কক্সবাজার গোয়েন্দা (ডিবি) শাখা সূত্রে জানা যায়, ইয়াবা রুবেল কক্সবাজার শহরে আত্মগোপনে থাকার গোপন খবরে তাকে গ্রেফতারে অভিযানের প্রস্তুতি চলছে। এদিকে অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী সাইদুল হক রুবেল জানান, তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তার দাবী, তিনি ইয়াবা অথবা অন্য কোন মাদক ব্যবসায় কোন ভাবেই জড়িত নন॥
Leave a Reply