মাহফুজুর রহমান,দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুড়ার বিলের উপর নির্মিত শাল কাঠের শেখ ফজিলাতুন্নেছা আঁকাবাঁকা কাঠের সেতু। আনন্দের মাত্রা আরেকটু বাড়াতে ভ্রমন পিপাসু পর্যটকরা ভিড় করছে এই সেতুতে। ৩৬০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত আশুরার বিলের উপর প্রায় ৯০০ ফুট লম্বা এই কাঠের সেতু জাতীয় উদ্যানের দুই অংশকে সংযুক্ত করার পাশাপাশি ভ্রমন পিপাসু পর্যটকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠেছে।
ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান ঘেষা এই বিলের উপর নির্মিত আঁকাবাঁকা কাঠের সেতু উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অবসর সময়কে কাজে লাগাতে ও বাড়তি আনন্দ উপভোগ করতে অনেকেই স্বপরিবারে বেড়াতে আসছেন এখানে। আর এই কাঠের সেতুকে ঘিরে বিল জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ছায়া ঘেরা সবুজ মনোরম পরিবেশে আর বিভিন্ন প্রজাতির পাখির কিচিমিচির এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
বিলের জলে ফুটে থাকা শাপলা ও পদ্ম দর্শনার্থীদের মুগ্ধ করে ফেলবে। সরেজমিনে গিয়ে দেখা যায়,শিশু, নারী ও পুরুষসহ সকল বয়সী ছাড়াও প্রতিদিন দূর দূরান্ত হতে আগত বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় করছে দৃষ্টিনন্দন এই আঁকাবাঁকা সেতু এক নজরে অবলোকন করার জন্য। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোঃ রাকিব বলেন, কাঠের সেতুর আকর্ষণে বাড়তি একটু আনন্দ উপভোগ করতে এখানে এসেছি। এখানকার দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশে সুন্দর এই কাঠের সেতু দেখে একটা দিন কাটাতে পেরে খুবই ভাল লেগেছে।
পার্শ্ববর্তী উপজেলা বিরামপুর হতে আগত মোঃ ওবায়দুর রহমান বলেন, একেতো বিল ও বন এর সাথে কাঠের সেতু দেখতে সন্তানদের নিয়ে বেশ ভাল লাগছে। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামকানু গ্রামের আগত এক পর্যটক মোঃ নুরল ইসলাম বলেন, কাঠের এই সেতু অন্য সেতু হতে ব্যতিক্রম যা সত্যিই খুব মনোমুগ্ধকর। উল্লেখ্য, গত ১লা জুন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে জাতীয় উদ্যান ঘেষা আশুড়ার বিলে শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতুর উদ্বোধন করেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply