হাদীস: হযরত আয়েশা (রা) বলেন, আমাদের কারো কাছেই একখানা কাপড় ছাড়া অন্য কোন কাপড় ছিল না। এক কাপড়ের মধ্য দিয়ে আমাদের হায়েজের দিনগুলো অতিবাহিত হতো। সুতরাং যদি ঐ কাপড়ে কোন হায়েজের রক্ত লেগে যেতো তা হলে নিজের থু থু দ্বারা তা ভিজেয়ে তারপর নখ দ্বারা উহা ঘর্ষণ করে উঠায়ে দেয়া হতো।
শোক ও হায়েজ থেকে মহিলাদের পবিত্র হওয়া:
হাদীস: উম্মে আতিয়াহ (রা) হতে বর্ণিত তিনি বলেন। আমাদের নিষেধ করা হতো আমরা যেন মৃত ব্যক্তির প্রতি তিন দিনের বেশী শোক না করি বা ক্রন্দোন বিলাপ না করি। তবে কারো স্বামী মারা গেলে চার মাস দশ দিন শোক করার জন্য আদেশ করা হয়েছে।
ঐ সময় আমরা যেন সুরমা ব্যবহার না করি, খুশবু ব্যবহার না করি এবং রঙ্গিন কাপড় ব্যবহার না করি।তবে ‘আসব’ নামক কাপড় ব্যবহার করা যাবে। ‘আসব’ হলে ইয়ামনী এক প্রকার চাদর যা আরবের মহিলারা সব সময় ব্যবহার করত। আর আমাদের জন্য অনুমতি দেয়া হয়েছিল যখন আমাদের কেউ হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করবে তখন সে কুসতে আজফার নামক খুশবো ব্যবহার করতে পারবে।
কুসতে আজফার একপ্রকার খুশবু যা মহিলাদের চামড়া মসৃণ ও তরুতাজা করে দেয়। আর আমাদেরকে আরো নিষেধ করা হয়েছে, আমরা যেন মৃত ব্যক্তির জানাযার পিছনে পিছনে না যাই।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply