গত সোমবার নেপালের রাজধানী কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে সংবাদ মাধ্যম কে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন উধ্বর্তন কর্মকর্তা সংবাদ মাধ্যম কে বলেন, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার উড়োজাহাজ (বিএস ২১১) বিধ্বস্ত হয়ে হতাহত হওয়ার ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল গোটা জাতি নিহত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে।
সোমবার বিমান বিধ্বস্ত হয়ে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু এর মধ্যে মারা গেছেন ৫১ জন। মৃত্যুর মিছিলে সর্বশেষ যোগ দেন বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট আবিদ সুলতান। তিনি কাঠমুন্ডু নরভিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। নিহত ৫১ জনের মধ্যে বাংলাদেশের নাগরিক ২২ জন। মোট ৩২ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে বেঁচে আছেন শুধুমাত্র ১০ জন যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বাকিরা বর্তমানে শঙ্কামুক্ত। আগামীকাল শোক ঘোষণার পাশাপাশি শুক্রবার দেশের প্রতিটি মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসনালয়গুলো তে বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হবে।
উল্লেখ্য,দূর্ঘটনার পর পর ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর থেকে নেপালের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন এবং সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ সকালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি একদিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্বাহী আদেশ পালন করেন। শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল অফিস-আদালতের কর্মকর্তা ও কর্মচারী কালো ব্যাচ ধারণ করবেন এবং এতে সাধারণ মানুষও অংশগ্রহণ করবেন। শোক দিবসের জন্য আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply