টেকনাফ সীমান্তে এপ্রিল মাসে ৭১ হাজার ৬৩৯টি ইয়াবা জব্দ করেছে বিজিবি। শনিবার ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এপ্রিল মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবি সদস্যদের অভিযানে ৭১ হাজার ৬৩৯টিস ইয়াবা জব্দ করা হয়। এই ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ১৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা। এই ইয়াবার ঘটনায় ২৫টি মামলায় ২০ জনকে আটক করা হয়েছে।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানের অভিযানে ৩৩ লাখ ৭৯ হাজার ২৫ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়। এসব ঘটনায় ১১ মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্তে তৎপর থাকায় প্রতি মাসে পাচার হওয়া কোটি কোটি টাকার বিয়ার, মদ, ফেন্সিডিল ও গাঁজা পাচার না হওয়ায় এই সব পণ্য জব্দ করা সম্ভব হয়নি।
মেজর শরীফুল ইসলাম জমাদ্দার জানান, বিজিবি সদস্যরা নিরলস পরিশ্রম করে সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন। সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন টহল জোরদার রয়েছে। বিশেষ করে মাদক ইয়াবা ও মানব পাচার রোধে সার্বক্ষণিক দায়িত্ব পালনে তৎপর বিজিবি। বিজিবিকে মাদক ইয়াবা, মানব পাচারসহ নানা অপরাধের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply