অভিনয় এবং রাজনীতি- সমানতালে দুই পেশা সামলেছেন, এমন উদাহরণ অনেক রয়েছে। সেই তালিকায় এবার সম্ভবত যোগ হতে চলেছে নতুন একটি নাম। তিনি নব্বইয়ের দশকের সুপারহিট অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। গুঞ্জন উঠেছে, ভারতের ১৭তম লোকসভার ভোটে কংগ্রেসের টিকিটে মুম্বাই থেকে লড়বেন এই নায়িকা।
এমন গুঞ্জনের জন্ম দিয়েছেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই কংগ্রেস নেতা। এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী ঊর্মিলার পরিবারের কোনো সদস্যও।
কংগ্রেস সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন ঊর্মিলা। খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত জানানো হবে। মু্ম্বাইয়ের ছয়টি লোকসভা আসনে নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। সেই নির্বাচনে ঊর্মিলাকে দেখা যাবে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।
মারাঠি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু করেছিলেন ঊর্মিলা। বলিউডে নায়িকা হিসেবে সুযোগ পেয়ে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় ছবি। একাধিক দক্ষিণী ছবিতেও তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের।
তবে বর্তমানে ঊর্মিলাকে রুপালি পর্দায় সেভাবে দেখা যায় না। দেখা মেলে না কোনো টিভি অনুষ্ঠানেও। এই কারণেই নায়িকা রাজনীতিতে সময় দিতে চান বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা অংশ। কিন্তু শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply