আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ফুটবল বিশ্বকাপের খেলা দেখে কী ক্রিকেট ভুলে গেলেন সাকিব-তামিমেরা?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা। সেখানেরই মাটিতে। জয়ের আশা বোধহয় খোদ দলের কোচও করেন নি। তাই বলে এমন খেলা? এতটাই কী ভেবেছিলো কেউ?
টেস্ট আঙিনায় বাংলাদেশ পা রেখেছে প্রায় দেড় যুগ হয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক সাফল্য পেয়েছে, রয়েছে ব্যর্থতাও। কিন্তু আজকের মতো এমন লজ্জার রেকর্ড বাংলাদেশের আর নেই। মাত্র ৪৩ রানে অলআউট। টেস্টে ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ।
বুধবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৬২, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে কলম্বো টেস্টে।
শুধু টেস্টেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ওয়ানডেতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল লাল-সবুজের দল। আর টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রান, বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।
খেলতে নামার আগে কে জানতো এভাবে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট? আর কতো প্রতীক্ষায় বসে থেকে আমাদের দেশের ক্রিকেট ভক্তরা বাইরের মাটিতে জয়ের নেশা দেখতে পাবে দলের ভেতর? টাইগার বাহিনী তাদের ভালোবেসে দেয়া ‘টাইগার’ নামের সুবিচার করতে পারবেন কবে? সে প্রশ্নের উত্তর বোধহয় সাকিব-তামিমদেরও জানা নেই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply