ওভালকে এক নজরে দেখে বুঝার উপায় নেই এটি লন্ডনের হোম ভেন্যু। মাঠে লড়ছে টাইগাররা আর চারপাশ থেকে হাজারো কন্ঠে ভেসে আসছে বাংলাদেশ…বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে পুরো ওভালকে মনে হয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। আর নিজদের হোম ভেন্যুতেই খেলেছে মাশরাফি বিন মর্তুজার দল। সবার মতো এমনটা মনে হয়েছে নিউজিল্যান্ড তারকা রস টেইলরের।
স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। এর মধ্যে বলা চলে ২০ হাজারই বাংলাদেশি। টাইগারদের লড়াইয়ের স্বাক্ষী হওয়ার জন্য লন্ডনে থাকা কয়েক লাখ প্রবাসিরা তো গ্যালারিতে ছিলেনই সঙ্গে বাংলাদেশ থেকে ছুটে গিয়েছেন অনেক দর্শক। সবমিলিয়ে লন্ডনে যেন নিজদের পরিবেশেই খেলেছে বাংলাদেশ।
বাংলাদেশি সমর্থকদের এমন সমর্থনে টেলরের মনে হয়েছিল কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলছেন না তিনি। প্রতিপক্ষের মাঠে খেলার অনুভূতির কথা স্বীকার করলেন এই ব্যাটসম্যান, ‘শেষ পর্যন্ত বাংলাদেশ সব চেষ্টা করে গেছে। দর্শকদের উপস্থিতি দেখে একটা সময় আমার মনে হয়েছিল আমরা তাদের মাঠে, মনে হচ্ছিল আমি ঢাকা কিংবা চট্টগ্রামে।’
ভক্তদের সমর্থন টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে মনে করেন কিউইদের ম্যাচ জয়ের নায়ক টেইলর। তার কথায়, ‘ঢাকায় যখন যাই তখন আমরা জানি কী প্রত্যাশা করছি, অনেক দর্শক আর দারুণ সমর্থন। কিন্তু আমি মনে করি এটা ছিল চমৎকার।‘
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply