রবিবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে একতরাফা ফাইনালে সানরাইজার্স হায়দারবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ হাসি হাসল মহেন্দ্র সিং ধোনির দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরের শিরোপা জিতল চেন্নাই সুপার কিংস।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তুমুল উন্মাদনার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। ব্যাটিংয়ে হায়দরাবাদের শুরুটা ছিল হতাশার। মাত্র ৫ বলে ৫ রান করে ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন শ্রীবাস্ত গোস্বামী। ক্রিজে নামেন এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক কেন উইলিয়ামসন।
ধাওয়ানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলছিলেন হায়দরাবাদ অধিনায়ক। মনে হচ্ছিল আরও একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়ে যাবেন নিউজিল্যান্ড তারকা। কিন্তু লেগস্পিনার করণ শর্মার বাইরের বল মারতে গিয়ে টাইমিং মিস করেন। উইকেটের পেছনে থাকা ক্ষিপ্র চিতা ধোনি স্টাম্পিং করতে এতটুকু ভুল করেননি। ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইলিয়ামসন। দলীয় ৯ম ওভারে ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় হায়দরাবাদ।
ব্যাটিং অর্ডারে ইউসুফ পাঠানের আগে সুযোগ পাওয়া সাকিব আল হাসানও এদিন দারুণ শুরু করেছিলেন। কিন্তু টুর্নামেন্টে বরাবরের মতো ফাইনালেও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি টাইগার অলরাউন্ডার। ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ২৩ রান করে ডোয়াইন ব্রাভোর বলে সুরেশ রায়না দুর্দান্ত ক্যাচে পরিণত হন সাকিব। তার আগেই অবশ্য ২৬ রান করে আউট হন ধাওয়ান।
উইলিয়ামসন, সাকিব, ধাওয়ানরা ইনিংস বড় করতে পারেননি। তবু হায়দরাবাদের চ্যালেঞ্জিং স্কোরে বড় অবদান ইউসুফ পাঠানের। আসরজুড়ে নামের প্রতি সেভাবে সুবিচার করতে ব্যর্থ অভিজ্ঞ এই ভারতীয় ৪ চার ও ২ ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৫ রানের পথে নিজের পুরনো দিনের কথাই স্মরণ করিয়ে দেন। শেষ দিকে ১১ বলে ৩ ছক্কায় ২১ রান করে আউট হন কার্লোস ব্রেথওয়েট।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে শেন ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরির সুবাদে ১৮ ওভার ৩ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। মাত্র ৫৭ বলে ১১ চার ও ৮ ছক্কায় অপরাজিত ১১৭ রানের ম্যারাথন ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন ওয়াটসন। আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া ফ্যাফ ডুপ্লেসিস ১০ ও সুরেশ রায়না ৩২ রান করে আউট হন। আমবাতি রাইডু অপরাজিত থাকেন ১৬ রানে। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও কার্লোস ব্রেথওয়েট। ১ ওভার বল করে ১৫ রান দিয়ে উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। এর আগে ব্যাট হাতে ২৩ রান করে আউট হন বাংলাদেশী তারকা অলরাউন্ডার।
আইপিএলের এগারো তম আসরে এটি চেন্নাইয়ের অথবা ধোনির ৩য় শিরোপা। আইপিএলের মত আসরের ফাইনালে উঠেও কী নির্ভার হয়েই না ম্যাচটি জিতে নিলেন তিনি। তাঁর ‘ক্যাপ্টেন কুল’ নামটি কী আর ক্রিকেট ভক্তরা এমনি এমনিই দিয়েছে!
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply