ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। জবাবে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি তারা। মাশরাফি-মোস্তাফিজদের বোলিং তোপে ১৯৫ রান করতে সক্ষম হয় তারা।
উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শাই হোপ। এছাড়াও কেমো পল ৩৬, রোস্টন চেজ ৩২ ও মারলন স্যামুয়েলস ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ও মাশরাফি ৩ উইকেট, রুবেল, সাকিব ও মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরে গতিতেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। কিন্তু ব্যক্তিগত ১২ রানে বিশুর ক্যাচে চেজের বলে সাঝঘরে ফেরেন তামিম। এরপর ৪ রানেই ওশেন থমাসের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন ইমরুল। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন লিটন ও মুশফিক।
কিন্তু ব্যক্তিগত ৪১ রানে কেমো পলের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। এরপর দলের বিপর্যয়ে দলকে এগিয়ে নিয়ে যান সাকিব ও মুশফিক। কিন্তু ৩০ রানেই রোভমান পাওয়েলের বলে উইকেটের পিছনে ধরা পড়েন সাকিব। সাকিবের ফেরার পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি সৌম্যও। ১৯ রানেই চেজের বলে রোভমান পাওয়েলের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি।
অন্যদিকে হাফ সেঞ্চুরির দেখা পান মুশফিক। ৫৯ বলে ৫ চারে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। মুশফিক ৫৫ রানে ও মাহমুদউল্লাহ ১৪ রানে অপরাজিত ছিলেন। এরই ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- কিয়েরন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমিয়ার, রোস্টন চেজ, রোভমান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, কেমার রোচ, ওশেন থমাস।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply