তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারনী ম্যাচে টসে জিতে টসে জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দারূণ শুরু করে দুই টাইগার ওপেনার তামিম ও লিটন। কিন্তু ব্যক্তিগত ২৩ রানে রোভম্যান পাওয়েলের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত করেন কেমো পল।
এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন সৌম্য ও তামিম। কিন্তু শতকের দ্বারপ্রান্তে গিয়েই ফিরতে হয়েছে সৌম্যকে। ৮১ বলে ৫ চার ও ৫ ছয়ে ৮০ রান করে কেমো পলের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত তামিম-মুশফিকের ব্যাটে জয়ের প্রান্তে পোঁছে যায় টাইগাররা। তামিম ১০৪ বলে ৯ চারে ৮১ রানে ও মুশফিক ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রানে অপরাজিত ছিলেন।
এরই ফলে উইন্ডিজদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ দল।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply