কক্সবাজার শহরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। এর মধ্যে একজনকে শহরের চাল বাজার এলাকায় ছুরিকাঘাতে আর অন্যজনকে আদালত চত্বরে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছে। বুধবার বিকাল ৪টা ও বিকাল ৫টার দিকে এই পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো, কামাল উদ্দিন (৬৫) ও আবু তাহের (৫০)। তাদের মধ্যে কামাল উদ্দিনকে জেলা আইনজীবী ভবনের সামনে পিটিয়ে হত্যা করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ ডিকপাড়া এলাকার মৃত মো. নসিবের ছেলে।
আর আবু তাহেরকে চাউল বাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত আবু তাহের শহরের সমিতিপাড়া এলাকার মনসুর মিয়ার ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, পৃথক ঘটনায় দুই জনকে হত্যা করা হয়েছে। একজনকে আদালত চত্বরে মারধর করে হত্যা করা হয়েছে।
উভয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী আদালত চত্বরে নিহত ব্যক্তির হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।
কিন্তু ছুরিকাঘাতে নিহত ব্যক্তির ওপর হামলাকারীদের বিষয়ে এখনও জানা যায়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply