আমাক আক্বা আ‘লা হযরত আহমদ রযা খাঁন رحمة الله تعالى عليه বলেন: ১)কন্যা সন্তান জন্মলাভের কারনে অসন্তুষ্ট হবেন না বরং আল্লাহ তা’আলার
নেয়ামত মনে করুন৷ ২)কন্যাদের বেশি মন খুশি করা এবং খবরা খবর নিতে থাকবেন৷ কেননা,তাদের অন্তর খুব নাজুক হয়ে থাকে৷ ৩)কিছু দেওয়ার
সময় তাদের এবং ছেলেদের মাঝে পরিমাপ সমান রাখুন৷ ৪)যে জিনিস দিবেন প্রথমে তাদেরকে(অর্থাৎ কন্যাদের)দিবেন তারপর ছেলেদেরকে দিবেন৷ ৫)নয় বছর বয়স থেকে নিজের কাছে শুয়াবেন না এবং নিজের আপন ভাই ইত্যাদির সাথে শুতে দিবেন না৷ ৬)এ বয়স থেকে তাদের প্রতি বিশেষ লক্ষ
রাখবেন,বিয়ের অনুষ্ঠানে যেখানে নাচ-গান হয় কখনো সেখানে যেতে দিবেন না৷ ৭)কোন ফাসিক ফাজির বিশেষত বদ মাযহাব ব্যক্তির সাথে বিয়ে দিবেন না৷(মাশআলাতুল ইরশাদ,27-28 পৃষ্ঠা,মাকতাবাতুল মদিনা) মুহাম্মাদ শাহিদ ইমাম
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply