কানাডায় চলমান গ্লোবাল টি -টোয়েন্টি লীগেও লেগেছে অশান্তির ছোঁয়া। দলের কাছ থেকে পারিশ্রমিক না মেলায় নির্দিষ্ট সময়ে খেলতে না নেমে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।
টরোন্টো ন্যাশনালস ও মন্ট্রিয়েল টাইগার্স ম্যাচের আগে দেখা দেয় এই বিপত্তি। যদিও পরে আয়োজকদের হস্তক্ষেপে মাঠে গড়ায় এ দু’দলের খেলা। কিন্তু এর আগে দেরি হয়ে যায় অনেক। নির্দিষ্ট সময়ের প্রায় ঘণ্টা দুয়েক পর শুরু হয় খেলা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার এ বিষয়ে জানিয়েছে, টাকা না পেলে আর ম্যাচ খেলবে না তারা।
এদিকে উত্তর আমেরিকায় ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার জন্য এ টুর্নামেন্ট আয়োজন করা হলেও, এরকম অপেশাদারি মনোভাব দাগ ফেলে দিয়েছে টুর্নামেন্টের ওপর। ক্রিকইনফোর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গ্লোবাল টি-টোয়েন্টির এবারের প্রতিযোগিতায় খেলা ক্রিকেটাররা এখনো তাদের ক্লাবগুলো থেকে কোনো টাকা-পয়সা পাননি। এ কারণেই মূলত ক্রিকেটাররা অসন্তুষ্ট।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply