ক্ষুব্ধ তিনি।লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে রীতিমত তর্কে জড়ান মেসি।কোপা আমেরিকায় রেফারিং নিয়ে সমালোচনায় সবচেয়ে বেশি মুখর তিনি। আর্জেন্টাইন অধিনায়ক তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর পুরো টুর্নামেন্টের সততা নিয়েই প্রশ্ন তুলেছেন। অবশ্য চিলির বিপক্ষে লাল কার্ড দেখার পরই এমন মন্তব্যটা মুখ দিয়ে বের হয়েছে তার। সরাসরিই বলেছেন, ‘আমার মনে হয় কাপটা ব্রাজিলকে জেতানোর জন্যই পাতানো হয়েছে।’
স্বাগতিক হওয়াতে ব্রাজিলকে খুব বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করেন মেসি। তিনি আরও বলেছেন, ‘বলতে গেলে পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল শ্রদ্ধাহীনতা। খারাপ লাগলেও বলতে হচ্ছে- দুর্নীতি, এই রেফারি সবাই ফুটবলটাকে উপভোগ করতে দেয়নি। তারা তা ধ্বংস করেছে।’এরপর তিনি বলেছেন এমন দুর্নীতির অংশ তারা হতে চান না, ‘এই ধরনের দু্র্নীতির অংশ আমরা হতে চাই না।’
সেমিফাইনালেও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি নিয়ে সমালোচনা ছিল মেসির। ফাইনালের ম্যাচ নিয়ে তাই সন্দেহ প্রকাশ করলেন তিনি, ‘আশা করবো ফাইনালে ভিডিও রেফারি আর রেফারির যাতে কোনও ভূমিকা না থাকে। যাতে করে পেরু প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে আমার মনে হচ্ছে সেটাও কঠিন হয়ে দাঁড়াবে।’
সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি স্পষ্ট রিভিউ নেওয়া হয়নি বলে দাবি আর্জেন্টিনার। এ নিয়ে লিখিত অভিযোগ জানানোর কথা বলেছে তারা। আবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর লাল কার্ডের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেসি। অথচ ম্যাচটায় ফাউলের ঘটনা ঘটেছে ৩৭টি, বিপরীতে হলুদ কার্ড বের হয়েছে ৬টি, ‘আপনারা দেখেছেন কী হয়েছে। হলুদ কার্ডেই তা যথেষ্ট হতে পারতো। তবে আশার কথা ১০ জনের দল নিয়েও ম্যাচটা জেতা গেছে।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply