হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাকে বলেছেন, তোমাদের বংশধরেরা যদি সবে মাত্র নও মুসলিম না হতো তবে আমি কা’বা ঘরকে ভেঙ্গে নতুনভাবে তৈরি করতাম। কা’বার যে অংশ পরিত্যক্ত রয়েছে তা নিয়ে নতুন করে তৈরি করতাম।
কাবা ঘরের ভিটি যমীন সমান করে দিতাম এবং তাতে দু’টি দরজা রাখতাম। একটি প্রবেশ করার আর একটি বের হবার। হযরত আবদুল্লাহ ইবনে যোবায়ের (রা) তাঁর খেলাফতের সময় এভাবেই কাবা ঘর তৈরি করেছিলেন।
হদস কি:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তির হদস তার নামাজ কবুল হবে না, যতক্ষণ না সে অযু করে। হাযরা মাওতের এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আবু হোরায়রা (রা)! হদস কি? তিনি বললেন, হদস হলো নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply