ঢাকা-সিলেট-ঢাকা পর্ব শেষ করে বিপিএলের এবারের আসরের চট্টগ্রাম পর্বও শেষ। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) ঢাকায় শুরু হতে যাচ্ছে আসরের শেষ পর্ব। গ্রুপ পর্বের শেষ চার ম্যাচসহ এই পর্বে অনুষ্ঠিত হবে মোট ৮টি ম্যাচ। ইতিমধ্যেই রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস নকআউট পর্ব নিশ্চিত করলেও সেরা চারের বাকি দল হিসেবে কে নকআউট পর্বে উঠতে যাচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের শেষ চারে পা দেয়ার আর কোনো সুযোগ না থাকায় লড়াই হবে মূলত ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যে। যদিও রাজশাহী কিংস থেকে ঢের এগিয়ে আছে সাকিব আল হাসানের ডায়নামাইটস। কেননা গ্রুপ পর্বের সকল ম্যাচই শেষ কিংসের। ১২ ম্যাচ খেলে ৬ জয়ের বিপরীতে সমান ৬ হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে চারে আছে তারা।
কিংস হতে ঠিক ২ পয়েন্ট কম নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে ঢাকা ডায়নামাইটস। তবে তাদের হাতে এখনো রয়েছে দুটি ম্যাচ। এই দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই কিংসকে টপকে পরবর্তী পর্বে পাড়ি জমাবে ঢাকা ডায়নামাইটস। এদিকে ডায়মাইটসের সামনে রয়েছে সেরা দুইয়ে থেকে ১ম কোয়ালিফায়ার খেলার সুযোগও। তারা যদি শেষ দু’ম্যাচের দুটোতেই জেতে অন্যদিকে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা চিটাগং ভাইকিংস তাদের হাতে থাকা ম্যাচগুলো হেরে যায়, তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কিংবা দুইয়ে থেকেও প্লে-অফে খেলতে পারবে সাকিব-রাসেলরা।
এদিকে বর্তমান গ্রুপ টপার রংপুর রাইডার্সের রাইলি রুশো আবার রয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। ১ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে ১১ ম্যাচে তার সংগ্রহ ৫১৪ রান। গড় চোখ কপালে তোলার মতো! ৮৫.৬৬ গড়ে নিজের নামের পাশে এই সংগ্রহ দাঁড় করিয়েছেন আসরে রাইডার্সের তুরুপের তাস। তবে খুব দ্রুতই হয়তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান (৩৭৯ রান) তার জায়গা হারাতে যাচ্ছেন। টুর্নামেন্ট থেকে সিক্সার্স বিদায় নেয়ার তার সামনে রয়েছে আর মাত্র ১টি ম্যাচ।
অন্যদিকে তার চেয়ে মাত্র ৯ রান কম নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। পুরানকে টপকে যাওয়া অবশ্য খুব সহজ হতে যাচ্ছে চিটাগং ভাইকিংস অধিনায়কের। কেননা কমপক্ষে আরও দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন মুশফিক। এদিকে এই তালিকার চারে থাকা লরি ইভান্স (৩৩৯ রান) ও পাঁচে থাকা অ্যালেক্স হেলসও (৩০৪ রান) টুর্নামেন্ট শেষে হয়তো সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা পাঁচে থাকতে পারবেন না। কেননা ইনজুরির কারণে হেলসের টুর্নামেন্ট শেষ। অপর দিকে রাজশাহী কিংস নকআউট পর্ব নিশ্চিত করতে না পারলে ৩৩৯ রান নিয়েই এবারের আসর শেষ করতে যাচ্ছেন ইভান্স।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও আধিপত্য গ্রুপ লিডার রংপুর রাইডার্সের। অবশ্য এ তালিকায় সবার উপরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া সিলেট সিক্সার্সের পেস বোলার তাসকিন আহমেদ। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে আসরের এখন পর্যন্ত সেরা বোলার তিনি। তাসকিনের চেয়ে ৩ উইকেট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগং ভাইকিংসের আবু যায়েদ রাহী। তবে সবাইকে অবাক করে দিয়ে তালিকার তৃতীয় স্থানে রংপুর রাইডার্সের ফরহাদ রেজা। এই আসরে এখন পর্যন্ত ১৭টি উইকেট নিজের পকেটে পুরেছেন ফরহাদ। সেরা ৫ উইকেট শিকারির শেষ দুজন হলেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান ও রংপুর অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দুজনের ঝুলিতেই ফরহাদ রেজার সমান ১৭টি করে উইকেট।
গ্রুপ পর্বের শেষ চার ম্যাচ:
০১-০২-১৯ (শুক্রবার): ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ম ম্যাচ)
চিটাগং ভাইকিংস- সিলেট সিক্সার্স (২য় ম্যাচ)
০২-০২-১৯ (শনিবার): কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স (১ম ম্যাচ)
ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স (২য় ম্যাচ)
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply