বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, রবিবার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ। রাতেই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ একাধিক চিকিৎসক দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন।
আমিনুল বলেন, এরশাদবিরোধী আন্দোলনে পেটে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী। পরে সেখানে শরীরে অস্ত্রপচার করা হয়। ওই ঘটনার পর থেকে প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী দপ্তর সম্পাদকের দায়িত্বও সামলাচ্ছেন দীর্ঘদিন ধরে। গত কয়েক বছর ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সার্বক্ষণিক অবস্থান করেন এই নেতা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি বিএনপি কার্যালয়েই থাকছেন। বিশেষ প্রয়োজন ছাড়া তিনি কার্যালয় থেকে বের হন না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply