সাম্প্রতিক সময়ে গাছে বেঁধে এক কিশোরীকে নির্যাতনের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বান্দরবানের লামা উপজেলায় এ ঘটনায় ধিক্কার জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। বিষয়টি নজরে পড়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের। তিনি ছবিটি তার ফেসবুক ওয়ালে শেয়ার করে ওই কিশোরীর ওপর নির্যাতনকারীর পরিচয় জানতে চেয়েছেন।
মন্ত্রী তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘কোন (কোনো) সভ্য সমাজে কি এমনটি ঘটতে পারে? একটি কিশোরীকে এভাবে অত্যাচার করার জন্য বেঁধে রাখাটাই কি কোন (কোনো) সভ্য মানুষ করতে পারে? অনুগ্রহ করে খোজে (খুঁজে) বের করুন—অপরাধী কে। লামায় কি কেউ নেই?’
ইমতিয়াজ কানন নামে এক ফেসবুক ব্যবহারকারীর ওয়াল থেকে ছবিটি শেয়ার করেন মন্ত্রী। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘দুই থেকে সাড়ে তিন মাস আগের ঘটনা এটি। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply