উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মধুর ছরার ক্যাম্প ৫ ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় এনজিও কর্মিরা।
২৪ এপ্রিল বুধবার বেলা পৌনে ১টার দিকে রোহিঙ্গার বস্তি ঘর থেকে এই অগ্নিকাণ্ডে সু্ত্রপাতে একটি মসজিদসহ ৪০টি ঘর পুড়ে ছাই। আগুন নেভাতে গিয়ে ৩ জনরোহিঙ্গা আহত হয়েছে। আহত ব্যক্তিদেরকে স্থানীয় রেডক্রিসেন্ট হসপিটালে চিকিৎসাধীন আছে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুন বিকাল চারটার সময় পুরা নিয়ন্ত্রনে আনাহয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান আগুনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠালে অল্পের জন্য বড় ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রোহিঙ্গারা। তবে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমদাদুল হক জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থলে পৌছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply