আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামে মোঃ বলাই মোল্লার নাতিছেলে (দিনমজুরী) মোঃ রাজ্জাক মোল্লার, পিতাঃ আনছার মোল্লা, গোহাল ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতবাড়ি সহ মোট চারটি ঘর পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ৩টার সময় মর্মান্তিক অগ্নিকান্ডে চারটি ঘর,
ছাগল,গরু,ঘরের আসবাবপত্র ও নগত অর্থসহ আনুমনিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানিয় এলাকাবাসী জানান । ঘরবাড়ি হারা আব্দুর রাজ্জাক মোল্লা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। খোকসা উপজেলা ফায়ার সার্ভিস লিডার ইন্দ্র প্রসাদ বিষাদ স্থানীয় সাংবাদিকদের জানান মাহমুদানিপুরে আগুনের ঘটনা জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি।
রাস্তা খারাপ থাকার কারণে আমাদের আগুনের গাড়িতে সেখানে পৌঁছাতে পারে না। আগুনে আব্দুর রাজ্জাক মোল্লার বাড়ির চারটি ঘর এবং গরু-ছাগল নগদ অর্থ সবই পুড়ে গেছে বলে তিনি জানান। সকালে জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করার জন্য আশ্বাস প্রদান করেন।এদিকে উপজেলা পিআইও অফিসের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply