কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পদ্মা নদীর পাড় কেটে বালি উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে রয়েছে এলাকাবাসী। উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড় কেটে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে এ বালি উত্তোলন করছে। এরফলে আগামী বন্যা মৌসুমে পদ্মার নদীর ভাঙ্গনের মুখে পড়বে কোলদিয়াড়সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম।
এলাকাবাসীর অভিযোগ কোলদিয়াড় গ্রামের কাদের মন্ডলের ছেলে সাপুল, সাদেক আলী মাষ্টারের ছেলে মজনু ও আশরাফুল ইসলাম সহ ১০-১২ জন প্রভাব খাটিয়ে কোলদিয়াড় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড় কেটে প্রতিদিন শত শত ট্রলি ও ট্রাক ভর্তি করে বালি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রয় করছে।
বালি মহল ইজারা না নিয়ে সরকারী আইন অমান্য করে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে আগামী বর্ষা মৌসুমে পদ্মার ভাঙ্গনের কবলে পড়বে গ্রামবাসী। অবৈধভাবে বালি উত্তোলনকারী প্রভাবশালী চক্র ট্রলি প্রতি ১০০ টাকা করে চাঁদাও আদায় করছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply