কামরান আহমেদ রাজীব,কু্ষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বাসিন্দা আজিজুল বিশ্বাসের ছেলে জাকিরুল ইসলাম জাকির (৩৬) এর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকাণ্ডে জাকিরের বাড়ি ৩টি বসতি ঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসীরা জানান, জাকিরের বাড়িতে হঠাৎ করে বিকট শব্দ হয়। এলাকার মানুষ ছুটে এসে দেখে জাকিরের ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। এলাকার মানুষ পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার সাজ্জাত আলী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে
উপস্থিত হয়। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ঘটনা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা যুব মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সম্পা মাহামুদ। তিনি বলেন, হঠাৎ করেই আগুন লাগার খবর পায়।
দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশনকে জানানো হলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তিনি আরো জানান জাকির একজন দিনমজুর। হঠাৎ করে আগুন লেগে তার সব হারিয়েছে। খোলা আকাশ ও পড়নের কাপড় ছাড়া কোন কিছুই নেই। হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ থেকে জাকিরকে সকল সাহায্য ও সহযোগিতা করার পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় জাকিরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply