কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় র্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল,গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব, ১ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আদাবাড়ী হইতে ডাংমড়কাগামী পাঁকা রাস্তার উপর
হতে আসামী ১। মোঃ আসাদুল ইসলাম (৩৮), পিতা-মৃত রব্বান শেখ, সাং-প্রাগপুর রগুনাথপুর, আসামী ২। নসিমন ড্রাইভার মোঃ লালন (২৫), পিতা-আহম্মদ, সাং-গড়–লা মিস্ত্রীপাড়া উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্ধয়ের নিকট হতে ৯৭ বোতল ফেন্সিডিল, ০৩টি মোবাইল, ০৬টি সিমকার্ড ও নগদ ২০০/- টাকাসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের
বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে। অপর দিকে ৩১ আগস্ট ২০১৯ ইং তারিখ রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারাদী মোল্লাপাড়াস্থ ইদ্রিস সরদার কুদ্দুস এর বসতবাড়ীর উঠানে হতে
১। ইদ্রিস সরদারকুদ্দুস (৪৫), পিতা-মৃত খোশবার সরদার, সাং-বারাদী মোল্লাপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়াকে সর্বমোট ৩৮০ গ্রাম গাঁজা, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড ও ০১টি মেমরী কার্ডসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply